চন্দনাইশে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ২ জন গ্রেপ্তার

চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের মধ্যম হাশিমপুর খুনিয়ার পাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১১টার দিকে চন্দনাইশে দায়িত্বরত সেনাবাহিনীর টহল দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলো মাদক ব্যবসায়ী সন্ত্রাসী মোঃ লিয়াকত আলী (৩৭) ও তাঁর সহযোগী মোঃ গোলাপ রহমান (২৭)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর চন্দনাইশ ক্যাম্পের কমান্ডার মেজর ফজলে রাব্বীর নেতৃত্বে একটি টহল দল বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ১১টায় উপজেলার হাশিমপুর ইউনিয়নের মধ্যম হাশিমপুর খুনিয়ার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় হাশিমপুর খুনিয়ার পাড়ার মোঃ বদিউল আলমের ছেলে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী মোঃ লিয়াকত আলী এবং তাঁর সহযোগী একই এলাকার মৃত ওমর আলীর ছেলে মোঃ গোলাপ রহমানকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে একটি রাইফেলের কাঠের অংশ, ৪টি দেশীয় ধারালো অস্ত্র, ১১ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়।

চন্দনাইশ আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর ফজলে রাব্বি জানান, আটককৃত ২ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/ফয়সাল/এমকেএন

Scroll to Top