চট্টগ্রামে ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার, স্বর্ণালঙ্কার ও মোবাইল উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের হালিশহর থানা পুলিশের অভিযানে সংঘবদ্ধ ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেপ্তার হয়েছে। উদ্ধার হয়েছে এক প্রবাসীর লুট হওয়া স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন।

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ২১ জুলাই সকালে দুবাইফেরত মো. সামসু উদ্দিন বিমানবন্দর থেকে সিএনজিতে করে অলংকার যাচ্ছিলেন। পথে ডগিরখাল ব্রিজের কাছে একটি কালো মাইক্রোবাস সিএনজিকে চাপা দিয়ে থামায়। অস্ত্রের ভয় দেখিয়ে দুর্বৃত্তরা তাঁর হাতব্যাগ, স্বর্ণালঙ্কার, মোবাইল, লাগেজ ও নগদ টাকা লুট করে পালায়।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে হালিশহর থানা মামলা নেয় এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় বহদ্দারহাট এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত গাড়ি জব্দ করে। এরপর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করে—মনির উদ্দিন, সৈয়দ মজিবুল হক, আলীম হাওলাদার জাবেদ, হাসান, রুবেল, সুমন ও ইমনকে।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রবাসী যাত্রীদের তথ্য হোয়াটসঅ্যাপে সংগ্রহ করে সৈয়দ মজিবুল হক। এরপর বাকি সদস্যরা মাইক্রোবাসে করে সিএনজি অনুসরণ করে ডাকাতি চালাত। চাঁন্দগাঁওয়ের একটি দোকানে বিক্রি করা লুটের স্বর্ণালঙ্কার থেকে ৫ ভরি ১১ আনা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় এখনো পলাতক রয়েছে চালক সাদ্দাম ও রাসেল। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। পুলিশের ভাষ্য, গ্রেফতার কৃতদের মধ্যে তিনজনের বিরুদ্ধে আগেও অস্ত্র ও নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top