চাটগাঁ নিউজ ডেস্ক: তিনি একাধারে ১০ রোগে অভিজ্ঞ। তবে, বিশেষজ্ঞ বললেও খুব বেশি ভুল হবে না। কারণ তার কার্ডে যেসকল ডিগ্রি তিনি দেখিয়েছেন তা দেশের বহু বিশেষজ্ঞ ডাক্তারের কাছেও বিরল।
বলছিলাম চট্টগ্রামের সাতকানিয়ায় ভুয়া ডিগ্রিধারী ডাক্তার পরিচয়ে চিকিৎসা সেবার নামে প্রতারণা করা মোঃ এহসার হাবীবের কথা। যিনি দীর্ঘদিন চিকিৎসা দিয়ে আসছেন মেডিসিন, মানসিক রোগ, বাত-ব্যথা, মা ও শিশু স্বাস্থ্য, হাঁপানি, ডায়াবেটিস, অ্যালার্জি, চর্ম ও যৌন রোগসহ নানা জটিল রোগের।
অবশেষে আজ বুধবার (৬ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের এক অভিযানে এলাকাবাসী জানতে পারে তিনি আসলে একজন ভুয়া ডাক্তার।
জানা গেছে, এহসান হাবীব সাতকানিয়ার ঠাকুরদিঘীর পাড় মসজিদ মার্কেটে ‘আন-নুর সেবা সেন্টার’ নামে একটি বড় আকারের চেম্বার পরিচালনা করতেন। চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ তাকে প্রকৃত ডাক্তার ভেবে চিকিৎসা নিলেও, তার কোনো বৈধ ডিগ্রি নেই বলে প্রশাসনের অভিযানে ধরা পড়ে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করে। এছাড়া তিনি আর ডাক্তারি করবেন না বলেও মুচলেখা দেন।
একইদিন সাতকানিয়ার ছমদিয়া পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে সুমন দে নামের আরেক ভুয়া ডাক্তারকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনিও দীর্ঘদিন চিকিৎসক পরিচয়ে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করার সুযোগ কাউকে দেওয়া হবে না। ভুয়া ডাক্তারদের কারণে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে, স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। এসব প্রতারণা বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/জেএইচ