আবুধাবি দূতাবাসে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’

আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ দূতাবাস আবুধাবির নিজস্ব মিলনায়তনে গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বাংলাদেশ দূতাবাস আবুধাবির নিজস্ব মিলনায়তনে গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।

রাষ্ট্রদূত তারেক আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়।

নতুন স্বাধীনতার উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন, প্রশ্ন উত্তর পর্ব, আলোচনা সভায় অংশগ্রহণ করেন- দূতাবাস উপ-প্রধান শাহনাজ রানু, শ্রম কাউন্সিলর লুৎফুন নাহার নাজিম, জনতা ব্যাংক সিও কামরুজ্জামান, বিমান বাংলাদেশ আবুধাবীর নির্বাহী শাহাদাত হোসেন, বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, বাংলাদেশ সমিতি প্রথম সহ-সভাপতি জাকির হোসেন খতিব, বীর মুক্তিযোদ্ধা আমানুল কিবরিয়া, বাংলাদেশ সমিতির যুগ্ম সম্পাদক আবুল বাশার, বাংলাদেশ সমিতির সদস্য সাখাওয়াত হোসেন বকুল, নূর হোসেন সুমন, প্রকৌশলী আমজাদ হোসেন, এ কে এম নিজাম প্রমূখ।

অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, দূতাবাসের উর্ধ্বত্বন কর্মকর্তা কর্মচারীগণ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বাংলাদেশ সোশ্যাল ক্লাব আবুধাবির কর্মকর্তা ও কমিউনিটির রেমিট্যান্স যোদ্ধারা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে জুলাই সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

চাটগাঁ নিউজ/মান্নান/এমকেএন

Scroll to Top