লোহাগাড়ায় ৫০ কেজি গাজাসহ আসামি গ্রেফতার

লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ কেজি গাজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় থানা পুলিশ।

বুধবার (৬ আগস্ট) ভোর ৪ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আধুনগর ইউনিয়ন পরিষদ সংলগ্ন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করেন লোহাগাড়া থানায় কর্মরত সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো: কামাল হোসেন ও সঙ্গীয় পুলিশ ফোর্স।

অভিযানে গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন চট্টগ্রাম জেলাধীন জোরারগঞ্জ উপজেলার ০১ নং করেরহার ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের দক্ষিণ অলিনগর এলাকার আবু আহমদের পুত্র মুহাম্মদ নুরনবী (ড্রাইভার) ও একই উপজেলার ইছাখালী ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের উত্তর ভূইয়া গ্রামের মুরশিদ আলমের পুত্র মোহাম্মদ শেখ আলম (৩৫) গাড়ীর হেল্পার। আসামীদের সাথে গাজা ও কার্গো গাড়ি নং ফেনী ট ১১-০৯৭২ জব্দ করা হয়।

এবিষয়ে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো: কামাল হোসেন বাদী হয়ে লোহাগাড়া থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণী ১৯(গ)/৩৮ /৪১ ধারায় মামলা রুজু করা হয়। এবং আসামির বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

এবিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন- মাদক, ইভটিজিং সহ সকল প্রকার অপরাধ কর্মকান্ড রোধ করতে পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান চলমান আছে। এবং গতরাতে ৫০ কেজি গাঁজাসহ ২ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হই। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/দেশপ্রিয়/এমকেএন

Scroll to Top