চসিকের শীর্ষ ট্যাক্স খেলাপি ‘সাইডার স্কুল’— বকেয়া পৌনে দুই কোটি টাকা!

‎নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর অভিজাত স্কুল সাইডার ইন্টারন্যাশনাল স্কুল। যেটি সাইডার এডুকেশন সার্ভিস লি. দ্বারা পরিচালিত। এবার সেই অভিজাত স্কুলের নামটি উঠে এসেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) হোল্ডিং ট্যাক্স খেলাপির তালিকার শীর্ষে।

যেখানে দেখা গেছে ২০১৩-২০১৪ অর্থসাল থেকে ২০২৪-২০২৫ অর্থসাল পর্যন্ত চসিকের পাওনা রয়েছে প্রায় ১ কোটি ৭২ লাখ ৯১ হাজার ৪০ টাকা। চসিকের রাজস্ব বিভাগ থেকে দীর্ঘদিনের বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায়ে বার বার তাগাদা দিলেও সাড়া দিচ্ছে না প্রতিষ্ঠানটি।

জানা গেছে, স্কুলটির চেয়ারম্যান দেশের বিশিষ্ট ব্যবসায়ী নাদের খান। এছাড়া ট্রাস্টি বোর্ডে রয়েছেন— রবিউল হোসেন, মতিউর রহমান, পারভীন মাহমুদ, মো. শামশুল আলম ও স্কুলটির অধ্যক্ষ জিসি ত্রিপাঠী। তাদের সাথে একাধিকবার যোগাযোগ করেও ব্যর্থ হয়েছে চসিকের রাজস্ব বিভাগ। বিভিন্ন অযুহাত দাঁড় করিয়ে বেশ কয়েকবার ফিরিয়ে দিয়েছেন বলেও জানান চসিকের রাজস্ব কর্মকর্তারা।

তাদের অভিযোগ— তিনি (নাদের খান) একেক সময় একেক কথা বলেন। কখনো বলেন- দেশের বাইরে আছেন, কখনো বলেন- এখন সম্ভব না। আবার কখনো বলেন চসিক কোনো হোল্ডিং ট্যাক্স পাবে না। আমরা উনার এসব অপেশাদার আচরণে অনেকটা বিরক্ত।

রাজস্ব কর্মকর্তা মহিউদ্দিন আহমদ বলেন, মেয়র মহোদয়ের নির্দেশে একাধিকবার উনার (নাদের খান) সাথে যোগাযোগ করেও আমরা হতাশ হয়েছি। আমরা এটাও জানতে পেরেছি উনি সাইডার স্কুলটির নামে ব্যাংক থেকে লোন নিয়েছেন উনার মালিকানাধীন ব্যাংক থেকে। আবার একই ব্যাংকে স্কুলটির নামে একটি ফিক্সড ডিপোজিট রয়েছে।

চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা (সার্কেল-১) সরওয়ার কামাল বলেন, আমি নিজেও বেশ কয়েকবার উনার সাথে যোগযোগ করেছি। কিন্তু তিনি আমাদের পাত্তাই দিতে চান না। গত ১১ বছর ধরে নাদের খান হোল্ডিং ট্যাক্স পরিশোধ করছেন না। উনার মতো মানুষের কাছ থেকে এ রকম অপেশাদার আচরণ সত্যিই দুঃখজনক। উনি যেসব অযুহাত দেখাচ্ছেন তা আমাদের নিয়মের মধ্যেই পড়ে না।

এ বিষয়টি জানতে নাদের খানের ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

‎এদিকে চাটগাঁ নিউজের অনুসন্ধানে দেখা গেছে, সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের পাশাপাশি প্রায় অর্ধশতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের হোল্ডিং ট্যাক্স বকেয়া রয়েছে। যা ধারাবাহিকভাবে প্রকাশ করবে চাটগাঁ নিউজ।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে— মেসার্স কে এস ইন্ডাস্টিজ প্রাঃ লিঃ, মেসার্স লিবার্টি এন্টারপ্রাইজ লিঃ, মেসার্স রহমানিয়া বনস্পতি এন্ড ভেজিটেবল ঘি প্রাঃ লিঃ।

‎খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব সার্কেল-১ এর অধীনে কতিপয় মালিক ও প্রতিষ্ঠানের বকেয়া রয়েছে প্রায় ৬ কোটি ৩৬ লক্ষ ১৬ হাজার ৯২২ টাকা। যা আদায়ে তৎপর হয়েছেন চসিকের রাজস্ব কর্মকর্তারা।

চাটগাঁ নিউজ/জেএইচ/এসএ

Scroll to Top