উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজারের উখিয়া উপজেলায় বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে রাজাপালং জাদিমুড়া এলাকা থেকে মিছিল সহকারে উখিয়া সদর স্টেশন মসজিদ মার্কেট চত্বরে এসে শেষ হয়৷ সেখানেই হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে এক সমাবেশস উৎসবমুখর অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
এসময় তিনি বলেন, “২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান ছিল স্বৈরাচারবিরোধী আন্দোলনে একটি ঐতিহাসিক মাইলফলক। এটি ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জনগণের ঐক্যবদ্ধ অবস্থানের প্রতিফলন। সেই সময় জনগণের শক্তির মাধ্যমেই স্বৈরাচারী শেখ হাসিনাকে বিদায় জানানো হয়েছিল।”
গণমিছিল পরবর্তী পথসভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব সোলতান মাহমুদ চৌধুরী, সদস্য তারেক মাহমুদ চৌধুরী রাজিব, উপজেলা কৃষক দলের সদস্য সচিব সাদমান জামি চৌধুরী, তরুণ রাজনীতিবিদ ব্যারিস্টার সাফফাত ফারদিন চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সাইফুল সিকদার, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল মালেক মানিক, ছাত্রদলের সদস্য সচিব রিদুয়ানুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন