চন্দনাইশ প্রতিনিধি: গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল করেছে জামায়াতে ইসলাম।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে চন্দনাইশ উপজেলার খানহাট বাজার ইসলামী ব্যাংক প্রাঙ্গণ থেকে একটি বড় গণমিছিল বের করে জামায়াত ইসলাম।
গণমিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদর থানা মোরের সামনে গিয়ে শেষ করে। সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণমিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ উপজেলা জামায়াতের আমির মাওলানা কুতুবউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ শাহাদাৎ হোসেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা আইয়ুব আলী, দক্ষিণ জেলা জামায়াত নেতা সাইফুদ্দিন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা ও কলেজ কার্যক্রম সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী আহসান সাদেক পারভেজ, পৌরসভা জামায়াতের আমির কাজী কুতুবউদ্দিন, সেক্রেটারি নাজিম উদ্দীন, দোহাজারী জামায়াতের আমির জমির আদনান, জামায়াত নেতা মাহফুজুল ইসলাম, দক্ষিণ জেলা ছাত্রশিবিরের বায়তুল মাল সম্পাদক মোকাম্মেল, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হারুনুর রশিদ, বায়তুল মাল সম্পাদক আবদুল খালেক নিজামী, জাহাঙ্গীর আলম, আবদুল মান্নান, বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন, অধ্যাপক আজম খান, শিবির নেতা হাবিব উল্লাহ, শাহেদুল ইসলাম।
চাটগাঁ নিউজ/ফয়সাল/এমকেএন