পড়া হয়েছে: 78
রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা সাহাব মিয়া তালুকদার (৫৮) গ্রেফতার হয়েছেন।
সোমবার দিনগত রাত ২টার দিকে ডিবি পুলিশের বিশেষ অভিযানে নগরীর বালুছড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাহাব মিয়ার বিরুদ্ধে এক ডজনের উপর বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তিনি ইসলামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বাছুর মোহাম্মদ পাড়া এলাকার মৃত নুরুল হক তালুকদারের ছেলে। তাকে রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, গ্রেফতার সাহাব মিয়ার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাক জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন