ঈদগাঁও প্রতিনিধি: ৫ আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজারের ঈদগাঁও উপজেলা বিএনপির গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম চেয়ারম্যানের সভাপতিত্বে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় বাস স্টেশন চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, গণহত্যাকারী ফ্যাসিস্টদের বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির লড়াই শেষ হয়নি। এই আন্দোলনকে আরও বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সেলিম মাহমুদের পরিচালনায় জেলা বিএনপির সহ-সভাপতি এম মমতাজুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুস সালাম, আকতার উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, উপজেলা যুবদল আহবায়ক কামাল হোসেন মেম্বার, বেলাল উদ্দিন ও আনিসুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা ৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন