হিট স্ট্রোকে মারা গেলেন লোহাগাড়া জামায়াতের সেক্রেটারি

চাটগাঁ নিউজ ডেস্ক : হিট স্ট্রোকে মারা গেছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল কালাম।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উপলক্ষে উপজেলা জামায়াতের উদ্যোগে মিছিল চলাকলীন এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন উপলক্ষে উপজেলা সদরে গণমিছিল বের করে জামায়াতে ইসলামী। এসময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণমিছিলে অংশ নিয়ে লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল কালাম হিট স্ট্রোকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় তাঁকে দ্রুত উদ্ধার করে লোহাগাড়া মা ও শিশু হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী জানান, আজ ৩৬ জুলাই গণঅভ্যুত্থানে প্রথম বার্ষিকী উপলক্ষে গণমিছিলে অংশগ্রহণকালে মাওলানা আবুল কালাম ভাই ইন্তেকাল করেছেন। জানাজার সময় পরবর্তীতে জানানো হবে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top