স্কুলে শেখ মুজিবের ছবি টানানো সেই প্রধান শিক্ষিকা বরখাস্ত

চাটগাঁ নিউজ ডেস্ক: পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোনারঘোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা ইয়াছমিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

নেছারাবাদ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. খোন্দকার জসিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৩ আগস্ট বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানোকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

প্রধান শিক্ষিকা শামীমা ইয়াছমিন দাবি করেন, বঙ্গবন্ধুর ছবি টানানো তার প্রতি শ্রদ্ধার বহিঃপ্রকাশ। তিনি বলেন, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। বঙ্গবন্ধুর ছবি টানানোকে আমি গর্বের বিষয় মনে করি।

এ ঘটনায় উপজেলা শিক্ষা অফিস তদন্ত করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সিদ্ধান্তটি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ এটিকে মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ বলে মন্তব্য করছেন। আবার কেউ প্রধান শিক্ষিকাকে সমর্থন বা বিরোধিতা করছেন।

প্রধান শিক্ষিকার স্বামী মো. হাফিজুর রহমান বলেন, উপজেলা শিক্ষা অফিস থেকে শুধু চিঠি নিতে বলা হয়েছে। বরখাস্তের বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা জসিম আহমেদ বলেন, তদন্তের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। তদন্ত চলছে, দোষী প্রমাণিত হলে আরও শাস্তি হতে পারে।

উল্লেখ্য, ছবিটি টানানোর পর স্থানীয়দের চাপে তা সরাতে বাধ্য হন প্রধান শিক্ষিকা। পরে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে তদন্ত শুরু হয় এবং তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top