আমিরাতে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদ ও পরিচালনা পরিষদের উদ্দ্যোগে আয়োজিত সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ আগস্ট) বাদে এশা হতে দুবাইস্থ ইন্টারন্যাশনাল সিটি নাহিদ আল মদিনা পাশ্বস্থ মাঠে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হাবিব উল্ল্যাহ চৌধুরী।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের প্রবীণ সিনিয়র সদস্য আলহাজ্ব মুহাম্মদ ফরিদ ও আলহাজ্ব মৌলানা মুহাম্মদ ফজলুল আজীম।

শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলোয়াত করেন মোহাম্মদ শাফায়াত হোসেন সরওয়ার্দ্দী।

পরিচালনা পরিষদের অন্যতম সদস্য মোহাম্মদ রেজাউল আজমের পরিচালনায় উক্ত আলোচনায় অংশ নেন মোহাম্মদ শাহ আমান, মোহাম্মদ হাসান, এম. শাহেদ সরওয়ার, জাহেদুল ইসলাম, আলতাফ উদ্দিন জনি, মোজাহেরুল হক, কাজী মোহাম্মদ সোহেল, নুরউদ্দিন খান বাবর, শাহজাহান চৌধুরী, শাফায়াত হোসেন, মহসিন আলী খোকন, মোহাম্মদ সাগর চৌধুরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল আজিজ, সেলিম উল্ল্যাহ চৌধুরী, মোহাম্মদ আলম, ইব্র্রাহীম খলিল, মাহবুব আলম, মোহাম্মদ সোহেল, কাজী জুয়েল, সালাউদ্দিন রবিন, আলাউদ্দিন, রবিউল হোসেন, আনিসুর রহমান, মিনার উদ্দিনসহ প্রমূখ।

নদিমপুর গ্রামের বহিঃবিশ্বে অবস্থানরত সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দও আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সার্বিক সহযোগিতা করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, নেতৃত্ব নয় প্রিয় নদিমপুর গ্রামের প্রবাসী, প্রবাস ফেরত এবং গ্রামের অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। এই লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নদিমপুরের সকল প্রবাসী যে যেখানে আছেন সবসময় সকলের একান্ত সহযোগিতা কামনা করা হয়। আমরা প্রবাসীরা অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এক এক করে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।

ইতিমধ্যে সংগঠনের প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ৫ বছরের প্রবাসে ও প্রিয় নদিমপুর গ্রামে অসহায় পরিবারের মাঝে প্রায় ৩৫ লক্ষাধিক আর্থিক সহযোগিতা করা হয় যা চলমান থাকবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানের পরে সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপস্থিত সকলের অংশগ্রহণে কেক কাটা হয় এবং উপস্থিত সকলের জন্য ডিনারের আয়োজন করা হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top