উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল।
আজ সোমবার (৪ আগস্ট) বিকেলে প্রতিনিধি দলটি ১২নং ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন ব্রিটিশ হাইকমিশন বাংলাদেশ-এর হিউম্যানিটারিয়ান টিম লিডার এলি মুডি এবং তার সঙ্গে আরও ছিলেন হিউম্যানিটারিয়ান সেকশনের প্রোগ্রাম ম্যানেজমেন্ট অ্যাডভাইজার মারিলিন মৃধা৷
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার তথ্য অনুযায়ী, প্রতিনিধি দলটি সোমবার বিকেল ক্যাম্প-১২ এর এফ/৮ ব্লকে উন্নয়ন সংস্থা ডেনিশ রিফিউজি কাউন্সিল পরিচালিত কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় তাঁরা রোহিঙ্গা পুরুষ ও নারীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের প্রাপ্ত সুবিধাসমূহ সম্পর্কে খোঁজখবর নেন। পরে বিকেল তাঁরা উন্নয়ন সংস্থা এনআরসি পরিচালিত অ্যাডোলেসেন্ট অ্যান্ড ইয়ুথ লার্নিং সেন্টার পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি বিকেল ৫টায় কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন।
রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা নিয়োজিত ৮ এপিবিএন পুলিশের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ জানান, ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দল পরিদর্শনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং প্রতিনিধি দলের নিরাপত্তা নিশ্চিত করতে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হয়। প্রতিনিধি দলের পরিদর্শন নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়েছে এবং তারা ক্যাম্পের সার্বিক অবস্থা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করতে সক্ষম হয়েছেন।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান জানান, ব্রিটিশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন। তারা ক্যাম্পে বিভিন্ন উন্নয়ন সংস্থার কার্যক্রম পরিদর্শন করেন এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় করেন। তারা সরেজমিনে রোহিঙ্গাদের অবস্থা দেখে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছেন।
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন