সীতাকুণ্ড প্রতিনিধি: বেশভূসা সন্ন্যাসীর মত। পরনে সাদা ধুতি, মাথায় পাগড়ীর মত ধুতি প্যাঁচানো। সন্ন্যাসীর বেশে মন্দিরের ভেতরে প্রবেশ করেন এক ব্যক্তি। দুই মিনিটে কাঁসা পিতলের তৈরি বিগ্রহ, তৈজসপত্র, কাঁসা ঘন্টা, মন্দিরের প্রণামির নগদ টাকা চুরি করে চলে যান।
ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের উত্তর মছজিদ্দা গ্রামের একটি মন্দিরে। মন্দিরটি প্রথম আলোর সীতাকুণ্ড প্রতিনিধি কৃষ্ণ চন্দ্র দাসের ব্যক্তিগত মন্দির।
ঘটনাটি রোববার দুপুর দুইটা ২৫ মিনিট থেকে ২৮ মিনিটের মধ্যে ঘটলেও বিষয়টি জানাজানি হয় সন্ধ্যায়। রাতে সিসিটিভি ফুটেজ দেখে সন্ন্যাসীবেশে চুরি করার চাঞ্চল্যকর বিষয়টি উঠে আসে।
এই ঘটনায় সোমবার সীতাকুণ্ড থানায় একটি ডায়েরি করার কথা জানিয়েছেন সাংবাদিক কৃষ্ণ চন্দ্র দাস।
তিনি বলেন, হিন্দু বাড়িতে বিভিন্ন সন্ন্যাসী প্রতিদিন কীর্তন করতে আসেন। ফলে সন্ন্যাসীদেরকে কেউ সন্দেহ করেন না। তারা কীর্তন গেয়ে বাড়িতে প্রবেশ করলেও ওই ব্যক্তি নিঃশব্দে বাড়িতে প্রবেশ করেছেন। মূলত ওই ব্যক্তির চুরির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করেছিলেন।
সিসিটিভি ফুটেছে দেখা গেছে, সন্ন্যাসী বেশে আসা ওই ব্যক্তি প্রথমে আশপাশের বসত ঘরে উঁকি ঝুঁকি দেন। এক মিনিটের মাথায় তিনি মন্দিরে প্রবেশ করেন। দুই মিনিট পর্যন্ত মন্দিরে ছিলেন তিনি। এরপর বেরিয়ে যান।
কৃষ্ণ চন্দ্র দাস বলেন, মন্দিরের চুরি করে প্রকাশ্যে বাড়ির অন্য মানুষের সামনে দিয়ে হেঁটে গেলেও কেউ তাকে সন্দেহ করেনি। সন্ধ্যায় প্রার্থনা করতে গেলে প্রথমে তৈরিরপত্র গুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর একেএকে সবগুলো পিতলের জিনিস খোঁজ করে আর পাওয়া যায়নি।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ঘটনাটি শোনার পর সোমবার সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন তিনি। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা কথা জানিয়েছেন ওই সাংবাদিক। তবে পুলিশ ওই চোরকে ধরার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন তিনি।
চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন