চট্টগ্রাম নগরীর খালে অজ্ঞাত মরদেহ!

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর শমসেরপাড়া এলাকার একটি খাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, মরদেহটি কয়েকদিন আগের।

আজ সোমবার (৪ আগস্ট) দুপুরের দিকে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে প্রথম লাশটি দেখা যায়। শমসেরপাড়ার একটি কালভার্টের পিলারের সাথে আটকে ছিল লাশটি। পরনে কোনো কাপড় ছিল না। পরে পুলিশকে জানানো হলে তারা দুপুরে এসে লাশটি উদ্ধার করে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। পানিতে পড়ে তিনি মারা গেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top