সোমবার খুলে দেয়া হবে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি : হ্রদের পানি বেড়ে বিপৎসীমায় পৌঁছানোয় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হবে। এতে প্রতি সেকেন্ড কর্ণফুলি নদীতে নিষ্কাশন করা হবে ৯ হাজার কিউসেক পানি।

সোমবার (৪ আগস্ট) বিকেল ৩টায় জলকপাট খুলে দেওয়া হবে পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ম্যানেজার মাহমুদ হাসান সাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আজ রবিবার (৩ আগস্ট) পাঠানো বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, বর্তমানে লেকের ইনফ্লো ও বৃষ্টিপাত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইনফ্লো বেশী হলে অথাৎ পানির লেভেল অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেলে স্পিল ওয়ের (জলকপাট) গেট খোলার পরিমান পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে। আজ রবিবার সন্ধ্যা ৬টায় পানির লেভেল ১০৭ ফুট হওয়ায় বিপৎসীমায় কাছাকাছি ধরে নেওয়া হচ্ছে।

চাটগাঁ নিউজ/ঝুলন/এসএ

Scroll to Top