আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর থেকে ইয়াছিন (১৮) নামে এক হোটেল কর্মচারীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস টিম।
রবিবার (৩ আগস্ট) ১২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে দীর্ঘ আধা ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বেলা ১১টার দিকে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় ওই যুবক।
নিহত ইয়াছিন কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা। তিনি আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে মরিয়ম হোটেলের কর্মচারী হিসেবে কাজ করতেন।
মরিয়ম হোটেলের মালিক মোহাম্মদ জাফর জানান, ইয়াছিন দীর্ঘ ৩ বছর ধরে আমার দোকানে কাজ করে। সকাল ১১টার দিকে হোটেল থেকে মেডিকেলের পুকুরে একলা গোসল করতে যায়। কিছুক্ষণ পরে আরেক কর্মচারী পুকুরে গোসল করতে গিয়ে দেখে ইয়াছিনের মোবাইল, প্যান্ট ও গামছা ঘাটে পড়ে আছে। তাকে দেখতে না পেয়ে আমাদেরকে জানালে ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি করি।
পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা পুকুরে অভিযান চালিয়ে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। ধারনা করা হচ্ছে সে সাঁতার না জানার কারণে গোসল করতে নেমে গভীরে চলে যায়। এছাড়া পুকুর ঘাটে কেউ ছিলনা।
আনোয়ারা ফায়ার সার্ভিসের টিম লিডার মুজিবুর রহমান জানান, দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুকুর ঘাটে জামা-কাপড় দেখে সন্দেহ হলে পুকুরে উদ্ধার অভিযান শুরু করে ডুবুরি দলের সদস্যরা। পরে অভিযানে পুকুর থেকে ইয়াছিনের লাশ উদ্ধার করা হয়।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেন জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর থেকে ফায়ার সার্ভিসের একটি টিম এক যুবককে মৃত উদ্ধার করে। লাশ আনোয়ারা থানায় নিয়ে এসে সুরতহাল রিপোর্ট শেষে চট্টগ্রাম মেডিকেলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে জানা যাবে কিভাবে মারা গিয়েছে।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন