কক্সবাজারে উড্ডয়নকালে কুকুরের সঙ্গে বিমানের ধাক্কা

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের প্রস্তুতিকালে এয়ারএস্ট্রা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এই ফ্লাইটটিতে অন্তত ৭২ জন যাত্রী ছিলেন।

শনিবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফ্লাইটটি এক ঘণ্টা দেরি করে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফায়ার সার্ভিস ও পরিচ্ছন্নতাকর্মীরা সন্ধ্যা সোয়া ৭টার দিকে রানওয়ে থেকে মৃত কুকুরটিকে সরিয়ে নেয়। এরপর পাইলট ও গ্রাউন্ড ক্রু ফ্লাইটটির যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষা করেন। এতে কোনো ত্রুটি না পাওয়ায় প্রায় এক ঘণ্টা দেরিতে রাত সোয়া ৮টার দিকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার বিমানবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মর্তুজা বলেন, ফ্লাইটের ধাক্কায় কুকুরটি মারা গেছে। তবে যাত্রীরা নিরাপদে ছিলেন এবং ফ্লাইটটি স্বাভাবিকভাবে উড্ডয়ন করে এক ঘণ্টা পর ঢাকায় অবতরণ করেছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top