চাটগাঁ নিউজ ডেস্ক: দুই হাত প্রসারিত করে বুলেটবিদ্ধ শহীদ আবু সাঈদ কিংবা রাজপথে লাখো জনতার দৃপ্ত মিছিলের আলোকচিত্র আরেকবার চোখের সামনে হাজির করল জুলাই অভ্যুত্থানের সেই আগুনঝরা সময়গুলো। কালের পরিক্রমায় হয়তো একসময় ঝাপসা হয়ে আসবে স্মৃতি, কিন্তু ক্যামেরায় বন্দি হওয়া সময়গুলো বারবার মানুষকে ফিরিয়ে নিয়ে যাবে চব্বিশের ঐতিহাসিক জুলাইয়ে।
এক বছর আগে লাঠি, গুলি, টিয়ারগ্যাস উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার কোটাবিরোধী আন্দোলন থেকে সরকার পতনের এক দফার সংগ্রাম আর হাজারো প্রাণদানের ইতিহাসকে স্মৃতির পাতায় অমলিন করে রাখতে চট্টগ্রাম প্রেসক্লাব আয়োজন করেছে ‘ক্যামেরায় জুলাই বিপ্লব’ শীর্ষক তিনদিনের আলোকচিত্র প্রদর্শনী। এতে ঢাকা ও চট্টগ্রামের ১৬০টি ছবি স্থান পেয়েছে।
আজ শনিবার (২ আগস্ট) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ প্রদর্শনীর উদ্বোধন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
এসময় তিনি বলেন— শহীদ আবু সাঈদের যে বুলেটবিদ্ধ ছবি, একটা সময় হয়তো মানুষ তাঁকে ভুলে যাবে, কিন্তু এই ছবিগুলো ইতিহাসকে মনে করিয়ে দেবে।জুলাই-আগস্ট নিয়ে আমরা বলি ৩৬ দিনের বিপ্লব। কিন্তু এই সময়ের মধ্যে যে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, সেটি শুধু ৩৬ দিনের নয়—১৬ বছরের নির্যাতনের ইতিহাস। ওই সময়ে শহিদদের ভুলে যাওয়া হবে তাদের প্রতি অবিচার।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন।
তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে যারা শহিদ হয়েছেন, তাঁদের প্রতি আমাদের প্রাণভরে সম্মান আছে। গত সাড়ে ১৫ বছরে গুম-খুন ও রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে অনেকেই প্রাণ দিয়েছেন। জুলাই বিপ্লব ছিল সেই অন্যায়ের বিরুদ্ধে একটি গর্জন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি। সঞ্চালনায় ছিলেন ক্যামেরায় জুলাই বিপ্লবের আহ্বায়ক মোহাম্মদ হোসেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ব্যক্তিগত আলোকচিত্রী নুরুদ্দিন আহমেদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বুলবুল আহমদ, দ্য পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুর, কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, এনটিভির ব্যুরো প্রধান শামসুল হক হায়দরী, সংগঠনের সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, প্রেসক্লাব সদস্য মিয়া মোহাম্মদ আরিফ ও চট্টগ্রাম ফটো সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।
চাটগাঁ নিউজ/জেএইচ