অবশেষে কাটল হতাশা— তিন যুগ পর নির্বাচনের পথে চাকসু

চাটগাঁ নিউজ ডেস্ক : অবশেষে নির্বাচনের পথে হাঁটছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। তবে কাঠামোতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। নির্বাচনে অংশগ্রহণের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৩০ বছর। পাশাপাশি বাড়ানো হয়েছে পদসংখ্যাও।

শুক্রবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ৫৫৯তম সিন্ডিকেট সভায় নতুন এই গঠনতন্ত্র অনুমোদন দেওয়া হয়। এতে চাকসুর কার্যনির্বাহী কমিটিতে মোট ২৮টি পদ রাখা হয়েছে। এর মধ্যে ২৩টি কার্যকরী এবং ৫টি নির্বাহী সদস্য পদ।

পুরোনো গঠনতন্ত্রে পদসংখ্যা ছিল ১৮টি। তখন নির্বাহী সদস্য ছিল ১০ জন। নতুন কাঠামোয় নির্বাহী সদস্য সংখ্যা অর্ধেকে কমিয়ে আনা হয়েছে।

গঠনতন্ত্রে সময়োপযোগী বেশকিছু নতুন পদ যোগ করা হয়েছে। এর মধ্যে- গবেষণা, প্রযুক্তি, স্বাস্থ্য, যোগাযোগ, দপ্তর ও ছাত্রী কল্যাণ সম্পাদক ও সহকারী সম্পাদক পদগুলো রয়েছে। তবে দপ্তর সম্পাদক পদটি পুরুষ এবং ছাত্রী কল্যাণ সম্পাদক পদটি নারীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

একই সঙ্গে ‘সমাজসেবা সম্পাদক’ও ‘উপ-সমাজসেবা সম্পাদক’ দুইটি পুরাতন পদ রূপান্তর করে করা হয়েছে—সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং সহ-সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে।

নির্বাচনে কেবল চবির নিয়মিত ও আবাসিক হল সংশ্লিষ্ট শিক্ষার্থীরাই ভোটার ও প্রার্থী হতে পারবেন। স্নাতক, মাস্টার্স, এমফিল এবং পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের ক্ষেত্রেও বয়স ৩০ এর নিচে হতে হবে।

অধিভুক্ত কলেজ বা ইনস্টিটিউটের শিক্ষার্থী, সান্ধ্যকালীন, এক্সিকিউটিভ, ডিপ্লোমা, সার্টিফিকেট ও ভাষা কোর্সে থাকা শিক্ষার্থীরা এই নির্বাচনে অংশ নিতে পারবেন না।

এমফিল বা পিএইচডি পর্যায়ে থাকলেও কেউ যদি শিক্ষক পদে নিযুক্ত হন, তাহলে তার সদস্যপদ বাতিল হবে বলেও গঠনতন্ত্রে উল্লেখ রয়েছে।

চাকসু নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, শিক্ষার্থীদের চাহিদা, অধিকার ও সমস্যা সামনে তুলে ধরা এবং সেগুলোর সমাধান প্রক্রিয়া গতিশীল করতেই কাঠামোতে পরিবর্তন আনা হয়েছে। চাকসুর অনুমোদিত গঠনতন্ত্র হাতে এলে দ্রুত সময়ের মধ্যে তফসিল ঘোষণা করা হবে।

এদিকে, দীর্ঘ ৩৬ বছর ধরে অকার্যকর থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা। সর্বশেষ গত বুধবার ও বৃহস্পতিবার নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। অবশেষে আজ নির্বাচনের আশ্বাস পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top