কক্সবাজারগামী ট্রেন বাতিল— ক্ষোভে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ভাংচুর যাত্রীদের

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনের আজ শুক্রবারের (১ আগস্টের) যাত্রা হঠাৎ করে বাতিল করে রেলওয়ে কর্তৃপক্ষ। এতে ক্ষোভ প্রকাশ করে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ভাংচুর চালিয়েছে যাত্রীরা।

আজ শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রেলওয়ের কর্তৃপক্ষের ঘোষণার পর ক্ষুব্ধ যাত্রীরা এই হামলা চালায় বলে জানা গেছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন বিকেল ৩টা ১০ মিনিটে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায় প্রবাল এক্সপ্রেস। শুক্রবার যাত্রার নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার দুই ঘণ্টা পর বিকেল ৫টা ৫০মিনিটে ট্রেন বাতিলের ঘোষণা আসে। নির্ধারিত সময়ে ইঞ্জিন না পৌঁছানোয় ট্রেনের যাত্রা বাতিল করতে বাধ্য হয় রেলের কর্মকর্তারা। সে সাথে ঘোষণা দেয়া হয় যাত্রীদের টিকিটের মূল্য ফেরত দেওয়ার।

কিন্তু বিষয়টি ভালোভাবে নিতে পারেননি যাত্রীরা। তাদের অভিযোগ— ৩ ঘণ্টা বসিয়ে রেখে কেন ট্রেন বাতিলের এই ঘোষণা? তাছাড়া কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা না করে কেন ট্রেন বাতিল করলো? নতুন আরেকটা ট্রেনের ব্যবস্থা না করা পর্যন্ত স্টেশন চত্বরে বসে থাকার ঘোষণা দেন কেউ কেউ। তবে তাদের সরে যেতে বললে বাধে বিপত্তি। রেল কর্মকর্তাদের সাথে বাক-বিতণ্ডার এক পর্যায়ে হামলা-ভাংচুর শুরু করেন যাত্রীরা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

কথা হলে কক্সবাজারগামী যাত্রী রিয়াজুর রহমান জানান, ট্রেনে নির্বিঘ্নে যাবার জন্য ট্রেনের টিকেট কাটলাম। এসে ৩ ঘণ্টা বসেও থাকলাম, আর এখন বলছে ট্রেন নাকি যাবে না। বলেন এই পরিস্থিতিতে কার মাথা ঠিক থাকে?

পর্যটক এহসান উদ্দিন বলেন— বাসে যাতায়াতে নানা জটিলতা হয়, তাই ট্রেনে আগে থেকে টিকিট কেটে রেখেছি। সেই ট্রেনে এবার একই দশা হলো, কক্সবাজারে আমাদের রুম বুকিং আছে। এখন রেলের টিকিটের টাকা ফেরত পেলে কক্সবাজারে হোটেলের রুমের টাকা কে দেবে?

রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) এ বি এম কামরুজ্জামান বলেন, ইঞ্জিন দেরিতে আসায় প্রবাল এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। এতে আমাদের দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু করার নেই।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top