কাপ্তাই প্রতিনিধি : কর্ণফুলী পেপার মিলস থেকে মূল্যবান প্রায় ১৫ কেজি তামার তার পাচারের সময় জাকির হোসেন (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে কাপ্তাই থানা পুলিশ।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে কাপ্তাই থানাধীন চন্দ্রঘোনা রেশম বাগান চেক পোস্টে এক সিএনজি তল্লাশি করে এই চোরাই তামার তারসহ তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় কর্ণফুলী পেপার মিলস কতৃপক্ষ তার বিরুদ্ধে কাপ্তাই থানায় মামলা দায়ের করেছে।
গ্রেফতার জাকির হোসেন কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মজিদপুর জয়নাল আবেদীনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম। তিনি জানান, গতরাতে (বৃহস্পতিবার) পুলিশের আইনশৃংঙ্খলা নিয়ন্ত্রণে অভিযান চলাকালীন সময়ে চন্দ্রঘোনা ইউপি এলাকাধীন রেশমবাগান ফরেনার চেকপোস্টের সামনে একটি সিএনজি গাড়ি তল্লাশি করে আনুমানিক ১৫ কেজি তামার তার উদ্ধার করা হয় এবং অবৈধ তামার তার বহনের সাথে জড়িত থাকার অভিযোগে জাকির হোসেন নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এসব তামার তার কর্ণফুলী পেপার মিলস থেকে পাচার হচ্ছে সেটা নিশ্চিত হওয়ার পর কেপিএম কতৃপক্ষ গতরাতে থানায় মামলা দায়ের করেছে। আসামিকে আজ শুক্রবার বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে বলে তিনি জানান।
প্রসঙ্গত, কাপ্তাই উপজেলার কর্ণফুলী পেপার মিলস এলাকায় দিন দিন বাড়ছে চুরির ঘটনা। মিলসটির আবাসিক এলাকার বাসা বাড়িতে চুরি, নেটওয়ার্ক টাওয়ারে চুরির ঘটনার পর সর্বশেষ মিলের মালামাল চুরির ঘটনা ঘটেছে। এই নিয়ে এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
চাটগাঁ নিউজ/ঝুলন/এসএ