বাংলাদেশের কূটনৈতিক সফলতা: ৩৫ থেকে কমিয়ে ২০ শতাংশ শুল্ক ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের জন্য নতুন শুল্কহার ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শেষ পর্যন্ত ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করতে সক্ষম হয়েছে বাংলাদেশ।

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এই নতুন শুল্ক নির্ধারণ করা হয়েছে। আর এটাকে ড. ইউনূসের কূটনৈতিক সফলতা বলছেন বিশেষজ্ঞরা।

এর বিনিময়ে বাংলাদেশ মার্কিন সরকারের সঙ্গে স্বাক্ষরিত এক নতুন বাণিজ্য চুক্তির আওতায় আমেরিকান পণ্যের আমদানি বাড়াতে সম্মত হয়েছে। হোয়াইট হাউস শুক্রবার নতুন এই হার নিশ্চিত করেছে।

এই শুল্কহার ৩৫ শতাংশ থেকে কমাতে পারায় মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য, বিশেষ করে তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধি পেতে পারে। ট্রাম্প প্রশাসন চীন, ভিয়েতনাম ও ভারতের মতো প্রতিযোগী রপ্তানিকারক দেশের ওপর কঠোর শুল্ক আরোপ করায় আমেরিকান বাজারে বাংলাদেশে আরও শক্তিশালী অবস্থান করে নিতে পারবে।

মার্কিন প্রশাসন বাণিজ্য বাধা দূর করার লক্ষ্যে দ্বিপাক্ষিক চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ দেশগুলোর ওপর কম শুল্ক আরোপ করেছে। শুল্ক আলোচনার সময় বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সঙ্গে ছিলেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তা।

আমেরিকার পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ এবং বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top