ফটিকছড়িতে বৃদ্ধের গলিত মরদেহ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটকছড়ি উপজেলার নারায়ণহাট থেকে আবু তাহের প্রকাশ বোচামিয়া (৬০) নামে এক বৃদ্ধের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বোচামিয়া (৬০) নারাণহাট ইউনিয়নের হাপানিয়া গ্রামের বত্তারখীল এলাকার হাসি মিয়ার ছেলে।

বুধবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২টায় সুন্দরশাহ মাজারের পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় মেম্বার আবদুল হালিম। তিনি জানান, গত ১৮-২০ আগে বোচামিয়া নামে ওই বৃদ্ধ নিকোঁজ হন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top