বিএনপির পদ স্থগিত— কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গিয়াস কাদেরের

চাটগাঁ নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

আজ বুধবার (৩০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক লিখিত বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তকে ‘ভিত্তিহীন, পক্ষপাতদুষ্ট ও ষড়যন্ত্রমূলক’ দাবি করেন। একইসঙ্গে তিনি এই সিদ্ধান্তের পেছনে ‘বিশেষ মহলের চক্রান্ত’ রয়েছে বলেও অভিযোগ করেন।

দলটির কেন্দ্র থেকে মঙ্গলবার (২৯ জুলাই) রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পাঠানো এক চিঠিতে অভিযোগ করা হয়— তিনি দলের অভ্যন্তরীণ কোন্দলে উসকানি দিয়েছেন এবং এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। গিয়াস কাদের ওইসব অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছেন।

বিবৃতিতে গিয়াস কাদের চৌধুরী বলেন, ‘আমি বিএনপির একজন আদর্শিক রাজনীতিক। শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ সময় ধরে দলের স্বার্থে কাজ করেছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত এবং একটি বিশেষ মহলের ষড়যন্ত্রের অংশ’।

তিনি আরও বলেন, আমি নিজের এলাকায় সন্ত্রাস ও অরাজকতার বিরুদ্ধে ছিলাম বরাবর। আওয়ামী প্রভাবিত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সোচ্চার থেকেছি। আমি একাধিকবার দলের কেন্দ্রীয় নেতাদের কাছে কিছু নেতাকর্মীর অপতৎপরতা নিয়ে সতর্ক করেছি। অথচ উল্টো আমাকে অভিযুক্ত করে পদ স্থগিত করেছে যা ‘গভীর ষড়যন্ত্র’।

তিনি দাবি করেন, ২২ এপ্রিল রাউজানের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে চিঠি দেন তিনি। স্থানীয়ভাবে সৃষ্ট সহিংসতা রোধে প্রশাসনের সহযোগিতা চেয়েছিলেন তিনি। অথচ সেই চিঠিকে ভুল ব্যাখ্যা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্বচ্ছ তদন্ত কমিটির দাবি করে গিয়াস কাদের বলেন, ‘যে তদন্তের ভিত্তিতে আমার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটি পক্ষপাতদুষ্ট। আমি একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত কমিটি গঠনের দাবি জানাচ্ছি। আমি তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত।’

চেয়ারপারসনের প্রতি অনুরোধ জানিয়ে গিয়াস কাদের বলেন, দলের অভ্যন্তরে একটি চক্রান্তকারী মহল বিএনপির আদর্শ ও নেতৃত্বকে বিতর্কিত করতে সচেষ্ট। আমি আশা করি চেয়ারপারসনের বিচক্ষণ সিদ্ধান্তে সত্য উদঘাটিত হবে এবং আমার রাজনৈতিক সম্মান পুনঃস্থাপিত হবে।

বিবৃতির শেষ অংশে গিয়াস কাদের সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আমি আশা করি গণমাধ্যমের সহায়তায় সত্য প্রকাশ পাবে এবং একজন পরীক্ষিত রাজনীতিক ষড়যন্ত্রের শিকার হবেন না।’

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top