সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্ত হয়ে আশরাফুর রহমান নয়ন (১৪) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
নয়ন উপজেলার ৪নং মুরাদপুর ইউনিয়নের ইসহাক কোম্পানি বাড়ির বাসিন্দা মোঃ সোহাগের ছেলে এবং সীতাকুণ্ড (আলিয়া) কামিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, মোঃ আশরাফুর রহমান নয়নের গায়ে শুক্রবার জ্বর দেখা দেয়। জ্বরের মাত্রা বেড়ে গেলে তাকে শনিবার সকালে হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষা করান। রবিবার তার রিপোর্টে ডেঙ্গু পজেটিভ আসলে পরে তাকে সীতাকুণ্ডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান।
ভর্তি পর মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নয়নের বাড়ি নানা সম্পর্কীয় আত্মীয় মোঃ আলাউদ্দিন।
চাটগাঁ নিউজ/কামরুল/এমকেএন