সন্দ্বীপে সাপের কামড়ে আলমগীরের করুণ মৃত্যু

সন্দ্বীপ প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সাপের কামড়ে আলমগীর (৪০) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার বাসিন্দা ঝন্টু ড্রাইভারের বড় ছেলে এবং সহেলের বড় ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২৭ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে আলমগীর নতুন চর এলাকায় মাছ ধরতে গেলে হঠাৎ একটি বিষধর সাপ তাকে দংশন করে। সাপের কামড়ের পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে গাছুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আলমগীর ছিলেন সহজ-সরল ও পরিশ্রমী একজন মানুষ। তার অকাল মৃত্যুতে পরিবার, প্রতিবেশী ও এলাকার মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে এই ঘটনায় চরাঞ্চলের বাসিন্দাদের মধ্যে সাপের উপদ্রব নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা চর এলাকায় রাতের সময় চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

সাপের কামড়ে মৃত্যু রোধে সচেতনতা জরুরি। সাপের কামড়ের পর দ্রুত চিকিৎসকের কাছে গিয়ে সঠিক অ্যান্টিভেনম ও প্রয়োজনীয় চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি।

চাটগাঁ নিউজ/ফয়সাল/এমকেএন

Scroll to Top