লোহাগাড়ায় সেনাবাহিনীর অভিযানে বন্দুকসহ গ্রেপ্তার ১

লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রাম লোহাগাড়া আর্মি ক্যাম্প (২৬ ইবি) কর্তৃক অভিযান পরিচালনা করে ১ জন আসামিসহ ৩ টি একনলা বন্দুক, ৮ রাউন্ড কার্তুজ এবং ৪ টি রামদা উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) আনুমানিক ভোর ৫ ঘটিকায় ক্যাপ্টেন শাহরিয়ার কবির রূপক এর নেতৃত্বে লোহাগাড়া আর্মি ক্যাম্প (২৬ ইবি) এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে আটককৃত আসামী হলেন বড়হাতিয়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের চাকপিরানী এলাকার খলিলুর রহমানের পুত্র নুরুল আমিন।

আসামীর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান আছে বলে জানা যায়।

চাটগাঁ নিউজ/দেশপ্রিয়/এমকেএন

Scroll to Top