চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, একদিনে আক্রান্ত ৪০ জন

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে চট্টগ্রামে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ছয়জনে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। একই সময়ে ২২ জন চিকুনগুনিয়ায় আক্রান্ত বলে নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জনের কার্যালয়।

রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় ডেঙ্গু সংক্রান্ত চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের এক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে।

জানা গেছে, ৭৪ বছর বয়সী শিবুচরণ ভৌমিক (৭৪) নামে ডেঙ্গু আক্রান্ত এক ব্যক্তি শনিবার (২৬ জুলাই) রাতে নগরীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়।

সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে একজন, এপ্রিলে একজন এবং জুলাইয়ে ছয়জন মিলিয়ে মোট আটজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। এদের মধ্যে ৭ জন পুরুষ ও ১ জন নারী।

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৮ জনের মধ্যে ১১ জন পুরুষ, ৫ জন মহিলা ও ২টি শিশু।

এ নিয়ে চলতি বছরের শুরু থেকে ২৬ জুলাই পর্যন্ত চট্টগ্রামে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮১১ জনে। এর মধ্যে ৪৪২ জন পুরুষ, ২৩৬ জন মহিলা ও ১৩৩টি শিশু।

চট্টগ্রামে গত মে মাসে ১১৬ জন ও জুন মাসে ১৭৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর আগে, জানুয়ারিতে ৭০ জন, ফেব্রুয়ারিতে ২৮ জন, মার্চে ২২ জন ও এপ্রিলে ৩৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়।

২০২৪ সালে চট্টগ্রামে ৪ হাজার ৩২৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল, এর মধ্যে ৪৫ জন মারা যান। ২০২৩ সালে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের হার মারাত্মক আকার ধারণ করেছিল। ওই বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৭ জন। আক্রান্ত হয়েছিলেন ১৪ হাজার ৮২ জন। ২০২১ সালে চট্টগ্রামে ২৭১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল। মারা যায় ৫ জন। ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। ‍মৃত্যু হয়েছিল ৪১ জনের।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top