ফটিকছড়ি প্রতিনিধি: সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশের পর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে খাদ্য বিভাগের নির্মাণাধীন সীমানা প্রাচীর (বাউন্ডারি ওয়াল) রাস্তা থেকে ভিতরের দিকে সরিয়ে নেওয়া হয়েছে। এতে দুর্ভোগ থেকে মুক্তি পেয়েছেন এলাকাবাসী।
সীমানা প্রাচীরের বাঁকা অংশ রাস্তার ওপর চলে আসায় কাঞ্চননগর কেন্দ্রীয় জামে মসজিদ, রুস্তুমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা, শিশু কানন কেজি স্কুল, নুরানী মাদ্রাসা ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াতকারী পথচারী ও শিক্ষার্থীদের চলাচলে বাধা সৃষ্টি হচ্ছিল। এই অভিযোগে এলাকাবাসী উপজেলা প্রশাসনের কাছে শতাধিক স্বাক্ষরসহ লিখিত আবেদন জমা দেন।
উপজেলা খাদ্য অফিসার মো. মোস্তাফিজুর রহমান বলেন, শুরুতে ওয়াল নির্মাণের বিষয়টি আমার জানা ছিল না। এটি দুর্ভাগ্যজনকভাবে হয়েছে। ইতোমধ্যে ঢালাইকৃত ছয়টি পিলার ভেঙে জনগণের সুবিধার্থে বাঁকা অংশটি সোজা করে দেওয়া হয়েছে।
উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ জানান, সংবাদ প্রচারের পর বিষয়টি গুরুত্ব পায়। বাউন্ডারির অংশটি রাস্তার ভেতরে ঢুকে যাচ্ছিল, তাই দ্রুত সোজা করে দেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা সড়ক উন্নয়ন পরিকল্পনায় এই সড়কটিকে ১৮ ফুট ১০ ইঞ্চি ক্লিয়ার রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, মানুষের চলাচলের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। জনগণের সুবিধা নিশ্চিত করতে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছে।
চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন