এক বিয়ের বরযাত্রী খেয়ে ফেলল আরেক বিয়ের খাবার

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এক বিয়ের শতাধিক বরযাত্রী ভুল করে অন্য বিয়ের খাবার খেয়ে ফেলেছেন।

শুক্রবার (২৫ জুলাই) উপজেলার জোরারগঞ্জ বাজার এলাকার ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৫০০ মিটার দূরত্বে অবস্থিত ফাইভ স্টার কমিউনিটি সেন্টার এবং জলসা কমিউনিটি সেন্টারে একই সময়ে চলছিল দুটি বিয়ের অনুষ্ঠান। মধ্যাহ্নভোজের সময় সোনালী কমিউনিটি সেন্টারে আমন্ত্রিত ১০০ বরযাত্রী ভুল করে ঢুকে পড়েন ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে। সেখানে সবাই বসে অন্য বিয়ের খাবার খেয়ে নেন।

এ বিষয়ে ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে আয়োজিত বিয়ের আয়োজক পক্ষের সদস্য নুরুল কবির বলেন, ‘তারা ভুল করে আমাদের আয়োজনে চলে আসে। সবাই একসঙ্গে খাওয়া-ধাওয়া করে। তারা ১০০ জন খাওয়ার পরও আমাদের খাবার রয়ে গেছে। আমরা এতে একেবারেই নিরাশ নই। যার রিজিক যেখানে লেখা আছে, সেটাই ঘটে।’

স্থানীয় বাসিন্দা রবিউল সুমন বলেন, আমাদের বাড়ির পাশে সোনালী ক্লাবে বিএনপির এক নেতার ভাতিজির বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। কিন্তু বরযাত্রীরা ভুল করে পাশের ফাইভ স্টার ক্লাবে গিয়ে অন্য বিয়ের খাবার খেয়ে চলে গেছে।

কামরুল ইসলাম নামে একজন বলেন, ‘আমার গ্রামের বরযাত্রী। ক্লাবের লোকেশন ভুলের কারণে এ ঘটনা। এটা খুবই দুঃখজনক। এ ঘটনায় উপজেলাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।’

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top