আনোয়ারায় জোয়ারের পানিতে প্লাবিত উপকূল, ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ

আনোয়ারা প্রতিনিধি: থেমে থেমে বৃষ্টির পাশাপাশি বেড়েছে সাগরের পানি। গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর। এতে বৈরী আবহাওয়া বিরাজ করছে আনোয়ারার উপকূলজুড়ে। জোয়ারের সময় স্বাভাবিকের তুলনায় পানির উচ্চতা বাড়ায় প্লাবিত হচ্ছে উপকূলের চর এলাকা।

এদিকে দু’দফা অস্বাভাবিক জোয়ারের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় পারকি সমুদ্র সৈকতে ঢেউয়ের আঘাতে পারকি সৈকতের ভাঙন, উপড়ে পড়ছে ঝাউগাছ, খুঁটি ভেঙে বিদ্যুৎ বিচ্ছিন্নসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা যায়, গত শুক্রবার ও শনিবারে স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ফুট উচ্চতায় জোয়ারের পানি বেড়ে সমুদ্র সৈকত এলাকা প্লাবিত হয়েছে। সৈকতের পাশে সারি সারি ঝাউগাছ ভেঙে গেছে ও উপড়ে পড়ছে অনেক গাছ। সৈকতের পাশে থাকা প্রায় দোকান ভেঙে গেছে। এছাড়া পারকি সৈকতের অরক্ষিত বাঁধের ক্ষতি হয়েছে তা ভেঙ্গে যাওয়ার আশঙ্কা রয়েছে। খুঁটি ভেঙে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সৈকতের আশপাশের এলাকা।

অন্যদিকে ঝুঁকিতে রয়েছে উপকূলীয় রায়পুর ও জুঁইদন্ডী ইউনিয়নের অরক্ষিত বেড়িবাঁধ। যেকোনো সময় অস্বাভাবিক জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙে পুরো গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে গহিরার স্থানীয় একটি মসজিদ ও কবরস্থান ভাঙনের কবলে রয়েছে। কিছু জিও ব্যাগ দিয়ে কোনো রকম আটকে রেখেছে।

পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানায়, সাগরে গভীর নিম্নচাপে জোয়ারের পানি আজকে (রবিবার) বাড়বে। গত দু’দিন উপকূল বেড়িবাঁধ এলাকায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে। এতে উপকূলীয় গহিরা বাইগ্যার ঘাট ও পারকি সমুদ্র সৈকত বেড়িবাঁধ ঝুকিপূর্ণ হয়ে উঠেছে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী বর্ণ হক জানান, সাগরে ফুঁসে উঠা জোয়ারের পানিতে উপকূলের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে উপকূলীয় গহিরা ও পারকি সৈকত এলাকার বেড়িবাঁধ। আজ বাড়বে জোয়ারের পানি তা কাল (সোমবার) কমতে পারে। এরমধ্যে বাঁধ রক্ষা করতে জরুরী সব ব্যবস্থা নেওয়া হয়েছে। বাঁধ রক্ষা না হলে উপকূলে ব্যাপক ক্ষতি হবে।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন

Scroll to Top