কালুরঘাটে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন কালুরঘাট এলাকায় ছিনতাইকারী সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত ২ জনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (২৫ জুলাই) সকালে নগরীর কালুরঘাট খেজুরতলা এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। পরে আজ শনিবার (২৬ জুলাই) চান্দগাঁও থানায় মামলা দায়ের হলে বিষয়টি জানাজানি হয়।

জানা গেছে, নিহত ইকবাল হোসেন রুবেল (৩৫) খেজুরতলা গণি কোম্পানি বাড়ির বাসিন্দা। এ হত্যাকাণ্ডের ঘটনায় আজ শনিবার নিহতের ছোট বোন রুমা আক্তার চান্দগাঁও থানায় মো. হাসান ও রুহুল আমিনসহ ১২ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।

পরে পুলিশ মো. হাসান (২৫) ও রুহুল আমিন (৫৫) নামে দুইজনকে গ্রেপ্তার করে। তারাও খেজুরতলা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, শুক্রবার ভোরে খেজুরতলা সাফা মোতালেব কলেজ রোডে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনার পর প্রথমে হাসানের নেতৃত্বে ১০-১২ জন মিলে ছিনতাইকারী সন্দেহে ইকবালকে ধরে আটকে রাখে। এরপর এলাকার লোকজন জড়ো হয়ে তাকে বেধড়ক পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের ছোটবোন আজ (শনিবার) সকালে এসে হত্যা মামলা দায়ের করলে চান্দগাঁও থানা পুলিশের একটি টিম প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও তিনি জানান।

চাটগাঁ নিউজ/জেএইচ

 

Scroll to Top