চকরিয়ায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় নিজ বাড়িতে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মারা যাওয়া যুবকের নাম মো. আলাউদ্দিন (২৫)। তিনি ওই এলাকার মো. কালা মনুর পুত্র।

আজ শনিবার (২৬ জুলাই) সকাল দশটার দিকে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাজীর পাড়া জামে মসজিদের সামনে নিজ বাড়িতেই মর্মান্তিক এই দুর্ঘটনা সংঘটিত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর (বহিস্কৃত) এম নুরুস সফি। তিনি বলেন- সকালে নিজ বাড়িতে কাজ করছিলেন আলাউদ্দিন। এ সময় বিদ্যুতায়িত হয়ে বাড়ির ভেতরেই প্রাণ হারায় সে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top