উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজার-টেকনাফ মহাসড়কের মরিচ্যা বিজিবি যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ ২ নারী মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে রামু ব্যাটালিয়নের ৩০ বিজিবি।
শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্টে তাদের গ্রেফতার করা হয়৷
গৃহবধূরা হলেন- বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির গর্জনীয়া ইউনিয়নের তুলাতলী এলাকার মোকতার আহম্মদের স্ত্রী তৈয়বা আক্তার (৩৯) ও কুতুপালং ১নং রোহিঙ্গা ক্যাম্পের এ-১ ব্লকের নুর আলমের স্ত্রী দিলবার খাতুন (৩২)৷
বিজিবি সূত্রে জানা গেছে, একটি বিশেষ টহল দল গোয়ালিয়া চেকপোস্টে একটি সন্দেহজনক ইজিবাইককে থামিয়ে তল্লাশি চালায়। ইজিবাইকে থাকা দুইজন যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদকের বিষয়টি অস্বীকার করলেও, পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের শরীরের বিভিন্ন স্থানে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় বার্মিজ উৎপাদিত ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ১ কোটি ৫০ লাখ টাকা।
এ বিষয়ে রামু ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, বিজিবি মাদকদ্রব্য পাচার প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আমাদের নিয়মিত গোয়েন্দা নজরদারি এবং তৎপর অভিযানের ফলেই বড় ধরনের ইয়াবা চালান জব্দ করা সম্ভব হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেফতার দুই নারীকে যথাযথ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি৷
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন