চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বন্দর, ইপিজেড ও পতেঙ্গা এলাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সল্টগোলা ও সিমেন্ট ক্রসিং এলাকায় সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এতে নগরীর ৩৮, ৩৯ ও ৪০ নং ওয়ার্ডের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, মসজিদের ঈমাম, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, অসহনীয় যানজটে বন্দর, ইপিজেড ও পতেঙ্গা এলাকার প্রায় ১০ লাখ মানুষ প্রতিদিন দুর্বিসহ জীবন যাপন করছে। যার কারণে চট্টগ্রাম সমুদ্রবন্দর, শিল্প এলাকা সিইপিজেড, পতেঙ্গা এলাকার আন্তর্জাতিক বিমানবন্দর ও তেল সেক্টর চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে অর্থনৈতিকভাবে বিশাল ক্ষতির সম্মুখীন হচ্ছে বাংলাদেশ।
মানববন্ধ থেকে যানজট নিরসনে এলাকাবাসী সল্টগোলা ক্রসিং হয়ে ইপিজেড পর্যন্ত রাস্তার দুই পাশে কোন গাড়ি পার্কিং না করা, ফুটপাত থেকে অবৈধ হকার ও দোকান উচ্ছেদ, বন্দরের গাড়িগুলো বন্দরে প্রবেশের সময় শৃঙ্খলা রক্ষা করা এবং ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করাসহ বিভিন্ন দাবি জানানো হয়।
ব্যাংকার নিজাম উদ্দিন মো. মামুনের সঞ্চালনায় মাওলানা সেলিম রেজার পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন হাজি মো. ফয়সাল।
বক্তব্য রাখেন ডা. নুরুল আলম, ডা. মো. ইমতিয়াজ, বন্দর থানা সিটিজেন ফোরামের সভাপতি হানিফ সওদাগর, ইপিজেড থানা সিটিজেন ফোরামের সভাপতি রোকন উদ্দিন।
চাটগাঁ নিউজ/জেএইচ