বোয়ালখালীতে বিষ পানের ৩দিন পর যুবকের মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে বিষ পানে সাইদুর রহমান (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সাইদুর রহমান উপজেলার পূর্ব গোমদন্ডী ৫নং ওয়ার্ডের দরপপাড়া এলাকার মোহাম্মদ নাছের এর ছেলে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় সে মারা যায়।

স্থানীয়রা জানান, সাইদুর রহমান খাগড়াছড়ি মোটর সাইকেল গ্যারেজে কাজ করতো। এক সপ্তাহ আগে সে খাগড়াছড়ি কর্মস্হল থেকে নিজ বাড়ীতে চলে আসে। বাড়ীতে সে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য বায়না ধরে। পরিবারের সাথে রাগ করে সে বিষ পান করে।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ফারুক বলেন, গত রবিবার রাত ৯টার সময় নিজ ঘরে সাইদুল বিষ পান করার পর পরিবারের লোকজন তাকে বোয়ালখালী হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন। সেখানে চিকিৎসাধীন অবস্হায় আজ দুপুর ১২টায় সে মারা যায়।

চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন

Scroll to Top