শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে চট্টগ্রামেও বিক্ষোভ

চাটগাঁ নিউজ ডেস্ক: শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে উত্তাল ঢাকাসহ সারাদেশ। যার আঁচ এসে লেগেছে চট্টগ্রামেও। বিক্ষোভ, স্লোগান, সড়ক অবরোধ করে চলেছে শিক্ষার্থীদের আন্দোলন।

আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে সড়ক অবরোধ করে এই বিক্ষোভ-আন্দেলন শুরু হয়। যেখানে রাজধানীর মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ন্যায়বিচারসহ একাধিক দাবি উপস্থাপন করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের প্রকৃত সংখ্যা জাতির সামনে প্রকাশ করতে হবে। তারা প্রশ্ন তোলেন, কেন রাতে তিনটায় পরীক্ষার সময়সূচি স্থগিত করা হলো এবং কার নির্দেশে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতা ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন— ‘পদত্যাগ না করলে আবারও আরেকটা জুলাই দেখবে দেশ।’

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, মাননীয় শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগসহ কয়েকটি দাবিতে কিছু শিক্ষার্থী বোর্ডের সামনে বিক্ষোভ করেছে। আমরা তাদের বক্তব্য শুনেছি, কিন্তু এ বিষয়ে বোর্ডের কোনো এখতিয়ার নেই। আমরা তো শিক্ষা উপদেষ্টা কিংবা সচিবকে পদত্যাগে বাধ্য করার এখতিয়ার রাখিনা।

তবে শিক্ষা সচিবকে প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়ার পর অনেক শিক্ষার্থী ঘটনাস্থল ছেড়ে গেছে বলেও তিনি জানান।

এদিকে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে। আমরা চাই শিক্ষার্থীরা বিশৃঙ্খলা না করে শান্তিপূর্ণ উপায়ে তাদের দাবিগুলো উপস্থাপন করুক।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top