রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড়ঠাকুর পাড়া গ্রামের হাজী কবির আহমদ মিস্ত্রীর বাড়িতে এই বিপর্যয় ঘটে।
অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত চার পরিবার হলেন- আবুল হোসেন, হাসমত আলী, আলী আহমদ এবং রফিক আহমদ।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মাওলানা আশিক বিন আব্দুল আজিজ জানান, সকাল সাড়ে ৭ টার দিকে রফিক আহমেদ ঘর থেকে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। মসজিদে মাইকে ঘোষণা দেওয়ার পর আশেপাশের এলাকার নারী-পুরুষ, তরুণ-যুবকরা জীবনের ঝুঁকি নিয়ে আগুন নিয়ন্ত্রণে ঝাঁপিয়ে পড়েন। শেষে রাউজান ফায়ার সার্ভিসের দমকল বাহিনী এসে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে চার পরিবারে একটি সেমিপাকা ও তিনটি কাঁচা ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। আগুনের তীব্রতায় কেউ কিছুই উদ্ধার করতে পারেনি। চার পরিবারের আসবাবপত্র, স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ কমপক্ষে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। মুহূর্তের মধ্যে চার পরিবার একেবারে নিঃস্ব হয়ে পড়েছে।
রাউজান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ শামশুল আলম জানান, সকাল ৮ টায় তাদের কাছে অগ্নিকাণ্ডের খবর আসে। আধাঘণ্টার মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছান। দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টা প্রচেষ্টায় আগুন পুরোপুরি নির্বাপন করতে সক্ষম হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়।
চাটগাঁ নিউজ/জয়নাল/এমকেএন