সলিমপুরে সড়কের পাশ থেকে একব্যক্তির লাশ উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকার মহাসড়কের পাশ থেকে আনোয়ার হোসেন (৪৯) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

সোমবার (২১ জুলাই) সলিমপুরের সাঙ্গু গ্যাস ফিল্ড সড়কের মুখে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ প্রথমে লাশটি অজ্ঞাত হিসেবে উদ্ধার করলেও চমেক হাসপাতালের মর্গে ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে নাম পরিচয় শনাক্ত হয়। আনোয়ার হোসেন কুমিল্লার নাঙ্গলকোট থানার আরব আলী ছেলে।

পুলিশের ধারণা ওই ব্যক্তি মহাসড়ক ধরে হেঁটে যাওয়ার সময় কোন যানবাহনের ধাক্কায় নিহত হন।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোমিন বলেন, ওই ব্যক্তির কোমরের ওপরের অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ভোর সাড়ে পাঁচটার দিকে কোনো যানবাহনের চাকায় তিনি পিষ্ট হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠায়। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় পাওয়া যায়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top