রাজনৈতিক প্রতিহিংসায় মামলার শিকার ফোরকান, অব্যাহতির দাবি পরিবারের

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের কৃষক ফোরকানকে রাজনৈতিক প্রতিহিংসা এবং ব্যক্তিগত বিরোধের জেরে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবার। বর্তমানে মামলাটি তদন্তাধীন এবং বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে লিখিত আবেদন জানানো হয়েছে।

২০২৫ সালের ৯ জুন কক্সবাজার জেলার চকরিয়া থানায় দায়ের হয় জি.আর মামলা নং-২৮২/২০২৫, থানা মামলা নং-১৭। মামলায় বলা হয়, একটি সিএনজি থেকে দেশীয় তৈরি একটি আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে এক ব্যক্তি পালিয়ে যান। এজাহারে ওই ব্যক্তিকে ফোরকান হিসেবে উল্লেখ করা হয়।

ফোরকান একজন পেশাদার কৃষক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থানীয় একজন সক্রিয় কর্মী। পরিবার জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে ২০১৮ সালে একটি মিথ্যা মামলায় তাকে আসামি করা হয়েছিল। সেই মামলাটি ২০১৮ সালের ডিসেম্বর মাসের ১৯ তারিখ করা হয়েছিল। যার মামলা নং হলো জি.আর-৩৩৫/২০১৮।

ফোরকানের ভাই মঈন উদ্দীন বলেন, আমার ভাইয়ের অপরাধ শুধু একটাই— সে বিএনপি করে। আগেও রাজনৈতিক কারণে হয়রানির শিকার হয়েছিল। আর এবার আবার জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে চক্রান্তের শিকার হয়েছে।

নতুন মামলার পেছনের অভিযোগ: ফোরকান বর্তমানে যে মামলায় অভিযুক্ত, ঐ ঘটনায় সে ঘটনাস্থলে ছিল না বরং নিজ বাড়িতে কৃষি কাজে নিয়োজিত ছিল।পরিবারের দাবি অনুযায়ী, কললিস্ট ও মোবাইল লোকেশন দিয়ে তার উপস্থিতি প্রমাণ করা সম্ভব। মামলার মূল আসামি সিএনজি চালক হলেও ফোরকানকে শত্রুপক্ষের মিথ্যা তথ্যে জড়ানো হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, ফোরকান একজন পরিচ্ছন্ন ও পরিশ্রমী কৃষক। তার বিরুদ্ধে অস্ত্র রাখার অভিযোগ অসম্ভব ও অবিশ্বাস্য।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top