পড়া হয়েছে: 47
চাটগাঁ নিউজ ডেস্ক : ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ উত্তরার মাইলেস্টোন স্কুল এন্ড কলেজের কোমলমতি শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের (সিআরএফ) নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় সিআরএফ সভাপতি কাজী আবুল মনসুর ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদসহ নেতৃবৃন্দরা বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ উত্তরার ঐতিহ্যবাহী মাইলস্টোন স্কুল এন্ড কলেজের কোমলমতি শিক্ষার্থীদের মৃত্যুতে শোক প্রকাশ ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একইসঙ্গে এই ঘটনায় আহত এবং নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান নেতৃবৃন্দ।
চাটগাঁ নিউজ/এসএ