উত্তরায় বিমান বিধ্বস্ত— কোন হাসপাতালে কতজন ভর্তি

চাটগাঁ নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ঢাকার কোন হাসপাতালে কতজনকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে অথবা মৃতদেহ রয়েছে, তার একটি তালিকা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।

আইএসপিআর এই সংখ্যা ১৮ জন বলে জানালেও ফায়ার সার্ভিস ১৯ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে।

তালিকা অনুযায়ী, কুয়েত মৈত্রী হাসপাতালে আহত আট জন, বার্ন ইন্সটিটিউটে আহত ৭০ জন, সিএমএইচে আহত ১৭ জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টারে ১১ জন, ঢাকা মেডিকেলে ৩, উত্তরা আধুনিক হাসপাতালে আহত ৬০ জন, কুর্মিটোলা জেনারেল হসপিটালে ১, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত একজন। মোট ৮ হাসপাতালে ১৭১ জন আহত অবস্থায় ভর্তি রয়েছে।

এ ছাড়া বার্ন ইন্সটিটিউটে দুই জনে মরদেহ, সিএমএইচে ১২ জনের মৃতদেহ, ঢাকা মেডিকেলে এক জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দুই জনের, লুবনা জেনারেল হাসপাতালে দুই জনের, উত্তরা আধুনিক হাসপাতালে এক জনের মোট ২০ জনের মৃতদেহ রয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top