পড়া হয়েছে: 97
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন ঝর্ণাপাড়ার জোড়ডেবা এলাকা থেকে মাথা ও হাতবিহীন অজ্ঞাত এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা— উদ্ধারকৃত মরদেহটি অন্তত ১০-১৫ দিন আগে থেকে পানিতে ডুবো ছিলো।
পরে ভেসে উঠলে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আজ রোববার (২০ জুলাই) সকালে মরদেহটি উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ।
তিনি বলেন, ‘সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
লাশটিতে পচন ধরেছে। ধারণা করছি, লাশটি ১০-১৫ দিন ধরে পানিতে ছিলো। মরদেহটির পরিচয় শনাক্তের কাজ চলমান।
চাটগাঁ নিউজ/জেএইচ