চট্টগ্রামে নিউমার্কেট মোড়ে বাসে আগুন, নাশকতার শংকা

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামে নিউমার্কেট মোড়ে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার সময় এই ঘটনা ঘটে। এতে নাশকতার আশংকা মনে করে দিগ্বিদিক ছুটতে শুরু করে নিউ মার্কেটের বাসিন্দারা।

জানা গেছে, আজ রবিবার হরতালের ডাক দিয়েছিল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন। দেশের কয়েক স্থানে টায়ার জ্বালানোসহ বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটিয়েছে নিষিদ্ধ ঘোষিত দলটি। চট্টগ্রামের নিউ মার্কেটের ঘটনাও তেমনটি মনে করেছিল আশপাশে থাকা লোকজন। তবে পুলিশের দাবি— নাশকতা নয়, যান্ত্রিক ত্রুটি থেকে এই আগুনের সূত্রপাত।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফতেয়াবাদ-নিউমার্কেট রুটে চলাচলকারী বাস (জ ১১-১১০৯) নিউমার্কেট মোড়ে যাত্রী নামিয়ে দিয়ে দাঁড়িয়ে ছিল। হঠাৎ করেই বাসটির ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায় এবং মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে নগরীর নন্দনকানন ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।  এই ঘটনায় নিউমার্কেট ও আশপাশের এলাকায় তীব্র যানজটেরও সৃষ্টি হয়েছে।

বাসটির চালক আবদুর রহিম দাবি করেন,  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যাত্রী নিয়ে নিউমার্কেট মোড়ে পৌছালে যাত্রী নামার সময় একজন বাইরে থেকে কিছু একটা ছুড়ে মেরে পালিয়ে যায়। তখন যাত্রী দ্রুত নেমে যাওয়ায় কোন ক্ষতি হয়নি। তবে বাসে আগুন ধরে যায়।

এদিকে, কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম জানান— নিউ মার্কেট মোড়ে বাসে আগুন লাগার খবর পেয়েছি এবং আগুন নিভেও গেছে। তবে এটি নাশকতা নয়, যান্ত্রিক ত্রুটি বলে আমরা জানতে পেরেছি।

চাটগাঁ নিউজ/এসএ/জেএইচ

Scroll to Top