ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলার নানুপুর বাজারে ভোক্তাদের অধিকার রক্ষায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
রোববার (২০ জুলাই) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী।
অভিযান চলাকালে বাজারের বিভিন্ন দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। বিশেষ করে মূল্য তালিকা না থাকার অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
আদায়কৃত অর্থ সরকারি ট্রেজারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। ভোক্তার অধিকার নিশ্চিত করতে বাজারে নিয়মিত নজরদারি থাকবে।
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন