আ.লীগের হরতাল প্রত্যাখ্যান করে সাতকানিয়ায় বিএনপির মিছিল

চাটগাঁ নিউজ ডেস্ক: সম্প্রতি গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় আওয়ামী লীগের চার সংগঠনের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে চট্টগ্রামের সাতকানিয়ায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের একাংশের নেতা-কর্মীরা।

রবিবার (২০ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানিহাট স্টেশনে সাতকানিয়া উপজেলা, পৌরসভা ও উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা ইউনিট বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জামাল হোসেনের অনুসারীদের এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করতে দেখা যায়।

এ সময় আওয়ামী লীগের চার সংগঠনের ডাকা হরতাল প্রত্যাখ্যানের পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে এনসিপির মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নেতা-কর্মীরা। বিক্ষোভ মিছিলে বিএনপির নেতা-কর্মীদের এনসিপি বিরোধী বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

এসময় উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এহসান মৌলা, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমদুল হক সিকদার, পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রফিক উদ্দিন, খাগরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, পৌরসভা বিএনপি নেতা মো. রফিক, সাতকানিয়া সদর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ নাজিম উদ্দীন, উত্তর সাতকানিয়া বিএনপি নেতা আবদুল আলীম, পৌরসভা যুবদল আহ্বায়ক এস. এম. জাহেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল নেতা ইকবাল হোসেন রুবেল ও ঢেমশা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল ফয়েজ প্রমুখ।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top