চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় হরতালের সমর্থনে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা।
রবিবার (২০ জুলাই) সকাল ৬টার দিকে খুটাখালী এলাকায় টায়ারে পেট্রোল দিয়ে বিক্ষোভ করে তারা।
পৃথক স্থানে হওয়া বিক্ষোভের ছবি এনামুল হক মঞ্জু ও এমডি ইস্তফা চৌধুরীর ফেসবুক আইডি থেকে শেয়ার করা হয়।
ভিডিওতে দেখা যায়, চকরিয়া কলেজ গেট এলাকায় পাঁচজন ও খুটাখালী এলাকায় ৭ জন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী গাড়ির টায়ার জ্বালিয়ে শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন স্লোগান দেয়।
এদিকে, কলেজ গেট এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করার সময় একটি সাইরেন বাজানো গাড়ি আসতে দেখে তারা সটকে পড়েন।
জানা গেছে, গোপালগঞ্জে গণহত্যার ঘটনার প্রতিবাদে শেখ হাসিনা রবিবার সারাদেশে হরতালের ডাক দেয়। এদিকে, সকাল থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, বিক্ষোভের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা যায় নি।
চাটগাঁ নিউজ/এমকেএন