চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বোয়ালখালীতে মোসলিম উদ্দিন আরমান (২৫) নামের এক যুবক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোসলিম উদ্দিন আরমান পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।
রবিবার (২০ জুলাই) সকালে উপজেলার পূর্ব গোমদন্ডী, রোয়াইপাড়ার নিজ ঘর হতে লাশ উদ্ধার করে থানা পুলিশ।
নিহত মোসলিম উদ্দিন আরমান উপজেলার পূর্ব গোমদন্ডী ৪নং ওয়ার্ডের রোয়াইপাড়ার মফিজুল হকের ছেলে।
নিহতের স্ত্রী পিংকি আকতার জানান, গতরাতে আনুমানিক রাত ১টার সময় মোসলিম উদ্দিন প্রঃ আরমানসহ স্ব-পরিবারে খাওয়া-দাওয়া শেষে যার যার শয়নকক্ষে ঘুমাতে যান। পরে তাহাজ্জুদ নামাজ পড়ার কথা বলে মাঝখানের খালি কক্ষে যান। তার ফিরে আসতে দেরি হওয়ায় রাত ২টার দিকে ওই কক্ষে গিয়ে দরজা খোলা এবং ঘরের সিলিংয়ের বাঁশের ডাসার সঙ্গে ওড়না দ্বারা গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত আছে।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।
চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন